ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

স্বদেশীদের বার্সায় আনতে চান জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
স্বদেশীদের বার্সায় আনতে চান জাভি ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার তারকা ফুটবলার জাভি তারই স্বদেশী ডেভিড সিলভা ও সান্তি কাজোরলাকে নিজের ক্লাবে আনতে ইচ্ছুক বলে জানিয়েছেন। বার্সায় এ দুজনের পাশে খেলতে চান জাভি।



ডেভিড সিলভা এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ খেলে চলেছেন। আর আর্সেন ওয়েঙ্গারের শিষ্য সান্তি কাজোরলা আর্সেনালের হয়ে দারুণ খেলে চলেছেন। সিলভা এ মৌসুমে গোল করেছেন ছয়টি গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুটি। অন্যদিকে, কাজোরলা আর্সেনালের হয়ে পাঁচটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন আরও চারটি গোল।

স্প্যানিস এ দু’জনের প্রসঙ্গে জাভি বলেন, তারা দু’জনই অসাধারণ ফুটবলার। বার্সায় তাদের পাশে খেলতে পারলে আমি আনন্দিত হতাম। আমি চাই তাদের ক্লাবে চুক্তিবদ্ধ করানো হোক। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।

তিনি আরও যোগ করেন, সিলভা ও কাজোরলা স্প্যানিস ফুটবলের অমূল্য সম্পদ। স্পেনে যারা অসাধারণ মেধাসম্পন্ন ফুটবলার রয়েছেন, তাদের মাঝে এ দু’জন অন্যতম।

আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে বার্সা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। সেখানেই জাভি মাঠে দেখা পেয়ে যেতে পারেন সিলভার।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।