ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্লাব প্রীতি ম্যাচে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ক্লাব প্রীতি ম্যাচে ম্যানসিটির জয় সংগৃহীত

ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে হামবার্গগের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আবু ধাবীর হাজ্জাজ বিন জায়েদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল দুটি করেন স্টিভেন জোভিটিচ ও এডিন জেকো।



প্রীতি ম্যাচ তাই দু’দলই সব মিলিয়ে তাদের ১৭ জন ফুটবলারকে মাঠে বদল করে। তবে খেলার প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলায় গোল করতে মরিয়া ইংলিশ চ্যাম্পিয়নরা আক্রমণের ধার বাড়িয়ে দেয়। আর খেলার ৫০ মিনিটে দলের লিড এনে দেন জোভিটিচ। জর্জ ইভানের অসাধারণ পাস থেকে দলকে এগিয়ে নেন এ যুগস্লোভাকিয়ান ফুটবলার।

আর খেলার ৭৪ মিনিটে জেমস মিলনারের পাস থেকে দলের দ্বিতীয় ও জয় সূচক গোলটি করেন জেকো। মিলনারের ক্রস থেকে এ গোলটি করেন জেকো।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২২ , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।