ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কাভানি-পাস্তেরোর গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
কাভানি-পাস্তেরোর গোলে পিএসজির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কাপ ডি ফ্রান্সের শেষ ষোলতে বোর্ডেঅক্সের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে জয় পাওয়া ম্যাচে দলের হয়ে গোল দুটি করেন এডিসন কাভানি ও জাভিয়ার পাস্তেরো।



লিগে বাজে পারর্ফম করা পিএজি এদিন অবশ্য খেলার শুরু থেকেই আক্রমণাত্বক হযে খেলতে থাকে। আর দলের হয়ে খেলার ১৩ মিনিটেই গোলে করে লিড এনে কাভানি। মাঝ মাঠ থেকে দিগেনের ক্রস থেকে বল পেয়ে গোলটি করেন এ উরুগুইয়ান তারকা।

আর খেলার ৩২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা পাস্তেরো। কাভানি থেকে বল পেয়ে লাভেজ্জি শট করলে তা ঠেকিয়ে দেন সফরকারি গোলকিপার কারাসো। তবে বল আটকে রাখতে না পারলে তা থেকে গোল আদায় করতে ভূল করেন নি পাস্তেরো।

বিরতির পর প্রথম মিনিটেই বোর্ডেঅক্সের হয়ে খেলায় ব্যবধান কমান রোলান। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।