ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টেরির ফাঁদে স্টারলিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
টেরির ফাঁদে স্টারলিং সংগৃহীত

ঢাকা: ক্যাপিটাল ওয়ান কাপে লিভারপুলের বিপক্ষে চেলসির ম্যাচে জন টেরির ফাঁদে আটকা পড়েন রাহিম স্টারলিং। অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চেলসির অভিজ্ঞ ফুটবলার টেরির দু’পায়ের মাঝে আটকে যান এ ইংলিশ তারকা।



যদিও ব্যাপারটিকে পরে হাস্যকর হিসেবে নিয়েছেন স্ট্রারলিং। তিনি তার ইনস্ট্রাগ্রাম পেজে মুহূর্তটিকে রেসলিং খেলার মত উপভোগ করেছেন। যেখানে ২০ বছরের এ তরুণ ছবিতে দেখিয়েছেন, রেসলার কেনের কাছে তিনি সাহায্য চাইছেন।

ম্যাচে এডেন হ্যাজার্ডের গোলে চেলসি এগিয়ে থাকলেও পরে স্টারলিংয়ের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।