ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হলেন মিনহাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন হলেন মিনহাজ

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৭তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজউদ্দিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

মিনহাজ ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।



সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম রানার-আপ এবং একই দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তৃতীয় স্থান লাভ করেন।

সাত পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিংয়ে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন চতুর্থ এবং ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ হতে একাদশ স্থান অর্জন করেন যথাক্রমে লিওনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদ এনায়েত হোসেন, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ, নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, লিওনাইনের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও শাহনাজ মোহাম্মদ ফারুক।

বৃহস্পতিবার দাবা কক্ষে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মিনহাজ শাকিলের ও এনায়েত সাইফের সাথে ড্র করেন। ফিদে মাস্টার আমিন শরীফকে, গ্র্যান্ড মাস্টার রাজীব ফিদে মাস্টার জাবেদকে, ফিদে মাস্টার সাইফ উদ্দীন কাজী তাহেরুল ইসলামকে, সোহেল জাফরুলকে ও শাহনাজ মহিলা ফিদে মাস্টার শিরিনকে পরাজিত করেন। পরাগ জুয়েলের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামী ২৫ জানুয়ারী রোববার বিকাল ৪টায় দাবা কক্ষে এ প্রতিযোগিতার পুররস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।