ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইতালিয়ান কাপের কোয়ার্টারে নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ইতালিয়ান কাপের কোয়ার্টারে নাপোলি সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান কাপের নকআউট পর্বের ম্যাচে উদিনেসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নাপোলি। নির্ধারিত সময় শেষে ১-১ এ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।

দু’দলই অতিরিক্ত সময়ে গোল করলে পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পত্তি ঘটে। কোয়ার্টারে নাপোলির প্রতিপক্ষ ইন্টার মিলান।

ঘরের মাঠ স্তেদিও সাও পাওলোতে ফেভারিট হিসেবেই নামে নাপোলি। এ ম্যাচে শুরুর একাদশে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনকে মাঠে নামাননি কোচ রাফায়েল বেনিতেজ। প্রথমার্ধ শেষে কোনো দলই গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে কাইরিল থিরিআউয়ের গোলে ১-০ তে এগিয়ে যায় উদিনেস।

ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নাপোলি। স্পট কিক থেকে জরজিনহোর গোলে সমতায় ফেরে বেনিতেজের শিষ্যরা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। ফলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটে নাপোলিকে লিড এনে দেন মারেক হামসিক। তবে, এর পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে উদিনেস। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পানাজিওটিস কোনি।

অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতা থাকা ম্যাচটি পেনাল্টি শুটআউটে নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে উদিনেসকে ৫-৪ গোলে হারায় নাপোলি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।