ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গুরুর আত্মবিশ্বাস ধরে রেখেছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গুরুর আত্মবিশ্বাস ধরে রেখেছেন সুয়ারেজ লুইস সুয়ারেজ

ঢাকা: চলতি মৌসুমে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার হয়ে নাম লিখিয়েছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ তারকা এখনো স্প্যানিস জায়ান্টদের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি।

তবে, বার্সা কোচ লুইস এনরিক তার শিষ্য সুয়ারেজের প্রতি বিশ্বাস হারাননি।

গত কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে সুয়ারেজ একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেন। আর তার পরই সুয়ারেজের সমালোচনায় মেতে উঠে স্প্যানিস সংবাদমাধ্যমগুলো।

তবে, শিষ্যের পাশেই রয়েছেন গুরু এনরিক। তিনি জানিয়েছেন, এখনো সুয়ারেজের জড়তা কাটেনি। কিন্তু খুব শিগগিরিই সুয়ারেজ তার সেরা ছন্দে ফিরবে। এ প্রসঙ্গে বার্সা কোচ বলেন, আমি সুয়ারেজের খেলার ধরণে খুশি। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে সেরা ফর্মে ফিরিয়ে আনতে।

গত বিশ্বকাপে ইতালির জিওর্জিও চিয়েল্লিনিকে কামড়ে দেয়ার অপরাধে চার মাস মাঠের বইরে থাকতে হয়েছিল উরুগুয়ের এ তারকাকে। এরপর বার্সার হয়ে চুক্তি সম্পন্ন করলেও অক্টোবরের আগে নিজেকে মাঠে ফেরাতে পারেননি সুয়ারেজ।

দীর্ঘ বিরতি আর ইংলিশ প্রিমিয়ার থেকে স্প্যানিস লিগে নিজেকে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল লিভারপুলের সাবেক গোলমেশিনকে। এনরিক জানান, সুয়ারেজ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, তার ভাগ্য সহায় না হওয়ায় অ্যাতলেতিকোর বিপক্ষে স্কোর করতে পারেনি। আমি জানি, এ সমস্যা থেকে সে দ্রুতই ফিরে আসবে।

বার্সেলোনার হয়ে সুয়ারেজ এ মৌসুমে ১৪টি ম্যাচে মাঠে নেমেছেন। কাতালানদের হয়ে ৫টি গোলের পাশাপাশি তিনি আরও ৮টি গোলের অ্যাসিস্ট করেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।