ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রামোস সার্জিও রামোস

ঢাকা: রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে নিজের বেতন বৃদ্ধির জন্য সাক্ষাৎ করেছিলেন সার্জিও রামোস। তবে, আলোচনা শেষে হতাশ হয়েছেন রামোস।

এ স্প্যানিশ ডিফেন্ডার নিজের নতুন বেতন স্কেল নিয়ে সন্তুষ্ট হতে না পেরে শেষ পর্যন্ত আর চুক্তি নবায়ন করেননি।

রিয়ালের সঙ্গে রামোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। তবে, বেতন বৃদ্ধির তাগিদেই চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু, এখন পর্যন্ত তা হয়ে উঠেনি। আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমার পরেই রামোসের অবস্থান।

রামোসের বাৎসরিক আয় ছয় মিলিয়ন ইউরো। বোনাসসহ রোনালদো পান ১৭ মিলিয়ন ইউরো। বেলের আয় ১১ মিলিয়ন ইউরো ও বেনজেমার আয় ৮ মিলিয়ন ইউরো। ‍অপরদিকে, রিয়ালের অধিনায়ক ইকার ক্যাসিয়াস পান ৪ মিলিয়ন ইউরো।

সদ্য অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছেন রামোস। এ ডিফেন্ডার গত বছর রিয়ালকে লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উল্লেখ্য, রামোস রিয়ালের হয়েই তার ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

২০০৫ সালে সেভিয়া থেকে ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন রামোস। তিনি লস ব্লাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত ৪২৭ ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হলেও গোল করতে বেশ পারদর্শী এ স্প্যানিশ ডিফেন্ডার। গ্যালাকটিকোদের হয়ে এখন পর্যন্ত ৫৩টি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।