ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শতভাগ নিশ্চিত, শনিবার ভোরে আসছেন ক্রুইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
শতভাগ নিশ্চিত, শনিবার ভোরে আসছেন ক্রুইফ ফাইল ফটো

ঢাকা: অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ আসা না আসার নাটকের প্রথম পর্বের অবসান ঘটতে চলেছে। বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল শুক্রবার তার গুলশান বাস ভবনে জানান, তার্কিশ এয়ারলাইনসে করে লোডভিক ডি ক্রুইফ ঢাকার মাটিতে পা রাখছেন।



তিনি আরো যুক্ত করেন,  'এখনই তিনি কাজ শুরু করে দিয়েছেন। দেশে বসে প্রতিপক্ষ দেশগুলোর ভিডিও ফুটেজ দেখে তার মতো করে পরিকল্পনা সাজাচ্ছেন। ঢাকা আসার পর ট্যাকটিক্যালি কাজ চলবে। ক্রুইফ ঢাকা আসার পরই চুক্তি হবে। যেদিন বাংলাদেশের গোল্ডকাপ শেষ, সেদিনই ক্রুইফের দায়িত্ব শেষ। '

তাহলে শেষ পর্যন্ত ক্রুইফকেই আনছেন? 'হাঁ, বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে অন্য বিদেশী কোচ আনলে খেলোয়াড়দের বুঝতেই সময় চলে যাবে। তাই ক্রুইফকে ফেরানো হল। '

'তবে এশিয়ান গেমস ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য অন্য কোচিং ষ্টাফ আনা হবে। এখন পর্যন্ত অনেকের সাথেই কথা চলছে তবে এখনও কিছুই চুড়ান্ত হয়নি। মার্চ-এপ্রিল নাগাদ কোচিং ষ্টাফ নিয়ে আসার চেষ্টা চলছে। এশিয়ান কোন কোচকে আনার পরিকল্পনাও আছে। '

সহ-সভাপতির কথায় পরিস্কার বোঝা যাচ্ছে কাল সকালেই আসছেন সাবেক ডাচ এ কোচ। ঢাকায় নেমেই সোজা তিনি যোগ দেবেন সাভারে অবস্থিত বিকেএসপির জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। তাই কোচ নাটকের একটি পর্বের ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।