ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ট্রাইব্রেকারে উদিনেসের বিপক্ষে নাপোলির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ট্রাইব্রেকারে উদিনেসের বিপক্ষে নাপোলির জয় সংগৃহীত

ঢাকা: কোপা ইতালিয়াতে উদিনেসের বিপক্ষে ট্রাইব্রেকার জয় পেয়ে ইন্টার মিলানের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো নাপোলি। উদিনেসের মাঠ সান পাওলোতে ২-২ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।



এর আগে খেলার প্রথম ৯০ মিনিটে দু’দলই একটি করে গোল করলে। অতিরিক্ত সময়ে দু’দল আরো একটি করে গোল করে। পরে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়।

পেনাল্টিতে দু’দলেরই প্রথম চারটি করে শট গোল হয়। তবে স্বাগতিক ফুটবলার ডেনি অ্যালান দলের হয়ে পঞ্চম শটটি করলে তা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নাপোলি গোলকিপার মারিয়ানো আন্দুজার। পরে নাপোলির হয়ে গঞ্জালো হিগুয়েন শেষ শটে গোল করলে জয় উৎসবে মাতে সফরকারিরা।

এর আগে নির্ধারিত সময়ে খেলার ৫৮ মিনিটে উদিনেসের হয়ে প্রথমে লিড নেন কাইরিল থেরেআউ। তবে এর সাত মিনিট পরেই নাপোলির হয়ে সমতা আনেন জর্জিনহো।

পরে অতিরিক্ত সময়ে খেলার ৯৯ মিনিটে নাপোলিকে এগিয়ে নেন মার্ক হামসিক। আর ১০৪ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পানাগিওটিস কোন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।