ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জন্মদিনে রোবেনের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জন্মদিনে রোবেনের জোড়া গোল আরিয়েন রোবেন

ঢাকা: নিজের জন্মদিনটি দারুণ কাটালেন আরিয়েন রোবেন। ক্লাব প্রীতি ম্যাচে বোচহামের বিপক্ষে ৫-১ গোলে বায়ার্নের মিউনিখের গোল উৎসবের খেলায় জোড়া গোল করলেন এ ডাচ তারকা।



গতকাল ৩১ বছরে পা দেন অভিজ্ঞ ফুটবলার রোবেন। তবে খেলায় জার্মান জায়ান্টদের বিপক্ষে খেলার পাঁচ মিনিটেই ড্যানি লাতজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু খেলার ২৬ মিনিটেই অসাধারণ একটি হেডের মাধ্যমে দলকে সমতায় ফেরান রোবেন।

আর খেলার ৪৩ মিনিটে রোবেনের সহায়তায় ব্রাজিলিয়ান দান্তে আরো একটি গোল করলে লিড নিয়ে বিরতিতে যায় জার্মান চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে খেলার ৬৬ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন বিশ্বকাপ ফাইনালে গোল করা মারিও গোতজে। আর ৭৮ মিনিটে দলের চতুর্থ ও নিজের জোড়া গোল পূর্ণ করেন রোবেন। তবে খেলার ৮৪ মিনিটে সাবিস্তাইন রোদে দলের হয়ে শেষ গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।