ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টিকিট যেন সোনার হরিণ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
টিকিট যেন সোনার হরিণ! ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডানের ম্যাচকে ঘিরে চলতো টিকিট কালোবাজারি। আর স্টেডিয়ামের কাছেই গুলিস্তান হলেও একই চিত্র দেখা যেত।

আর টিকিট কালোবাজারিদের একটি সুবিশাল চক্রই জড়িত ছিল এই কাজে।

কিন্তু কালের স্রোতে হারিয়ে গেছে সব। নেই সেই গুলিস্তান সিনেমা হলের জৌলস, নেই ঢাকা মাঠেরও রমরমা অবস্থা। কিন্তু ছয় জাতি টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপকে কেন্দ্র করে আবারো দেখা গেল সেই চিত্র।

বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্যালারি টিকেটের মূল্য ৫০ টাকা আর ভিআইপি টিকেটের মূল্য ৮০ টাকা। কিন্তু ম্যাচের আগে গ্যালারির সিটগুলো ফাঁকা থাকা সত্তেও হাওয়া হয়ে গেছে টিকেট! পরে দেখা গেল স্টেডিয়ামের বাইরেই বেশ চড়া দামে বিক্রি হচ্ছে টিকেট। ৫০ টাকার টিকেট ৮০-৯০ আর ৮০ টাকার টিকেট ১৩০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

স্টেডিয়ামের বাইরে বেশ কিছু জটলা থেকে ঠিক এভাবেই টিকেট বিক্রি চলছে। আর সেই সাথে এও ইংগিত দিচ্ছে, খুব শিঘ্রই ফিরছে বাংলাদেশ ফুটবলের সেই সুদিন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।