ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আর কিছুক্ষন পরেই উড়াল দিচ্ছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
আর কিছুক্ষন পরেই উড়াল দিচ্ছে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আর কিছুক্ষনের মধ্যেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে মাশরাফি-মুশফিক-নাসিররা। ইতোমধ্যেই জাতীয় দলের ক্রিকেটাররা বিমান বন্দরে চলে এসেছেন।



অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তবে, তার আগেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এতো আগে মাশরাফিরা দেশ ত্যাগ করছেন।

শনিবার রাত ৯টা ৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

তবে, এ দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল। তাই, ১৩ সদস্যের ক্রিকেট দলটি কর্মকর্তাসহ আর কিছুক্ষনের মাঝেই রওনা হচ্ছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগব্যাশে খেলতে সেখানে আগেই গিয়েছেন সাকিব। আর তামিম ইকবাল যাবেন আরও দুই দিন পর।

ইতোমধ্যেই বিমান বন্দরে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।