ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এলচের জালে বার্সার হাফডজন গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
এলচের জালে বার্সার হাফডজন গোল সংগৃহীত

ঢাকা: স্প্যানিস লা লিগার ম্যাচে স্বাগতিক এলচে বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে মেসি আর নেইমারের জোড়া গোল এবং পিকে ও পেদ্রোর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।


 
এ ম্যাচে বার্সা কোচ লুইস এনরিক শুরুর একাদশে মাঠে পাঠিয়েছিলেন ব্রাভো, মনতোয়া, পিকে, বারত্রা, জরদি আলবা, জাভি, মাসচেরানো, রাফিনহা, পেদ্রো, মেসি আর নেইমারকে। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করা বার্সার উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজকে তার জন্মদিনের দিনে শুরুর একাদশে মাঠে নামাননি এনরিক।
 
ম্যাচের ২১ মিনিটের মাথায় মেসির ফ্রি-কিক থেকে গোলের দেখা পাওয়ার সম্ভাবনা জেগেছিলো বার্সার। আর্জেন্টাইন তারকা নেয়া ফ্রি-কিক গোলবারের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়। আর ৩৩ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিল অধিনায়ক নেইমার। মেসির বাড়িয়ে দেয়া অসাধারণ একটি পাস থেকে ঠিক মতো বল নিয়ন্ত্রনে নিতে না পারায় গোলের দেখা পাননি নেইমার।
 
তবে, এর দুই মিনিট পরেই (৩৫ মিনিট) প্রথম লিড নেয় বার্সেলোনা। দলকে লিড পাইয়ে দেন জেরার্ড পিকে। প্রতিপক্ষের ডি বক্সে উড়ে আসা বল চমৎকার ভাবে নিয়ন্ত্রনে নিয়ে ডানপায়ের জোরালো শটে গোলটি করেন পিকে।
 
পিকের একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
 
বিরতির পরে ম্যাচের ৫২ মিনিটের মাথায় মেসির বাড়িয়ে দেয়া বল পান আলবা, সেখান থেকে বল পান নেইমার। তবে, এবারো গোলের সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিল তারকা। ৫৫ মিনিটের মাথায় নেইমারকে ফাউল করলে পেনাল্টির সুযোগ পায় বার্সা। আর সে সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন মেসি। ফলে, ২-০তে এগিয়ে যায় কাতালানরা।
 
খেলার ৫৭ মিনিটে এলচের ফাইকাল ফাজর দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে চলে যান। ফলে, দশ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
 
খেলার ৬৯ মিনিটে ৩-০ ব্যবধান গড়ে বার্সা। মেসি তার প্রিয় সতীর্থ নেইমারকে দিয়ে গোল করান। আর্জেন্টাইন অধিনায়ক অসাধারণ এক পাসে বল বাড়িয়ে দেন ব্রাজিল অধিনায়ককে। আর তা থেকে এলচের গোলরক্ষককে ফাঁকি দিতে কষ্ট হয়নি নেইমারের। এর দুই মিনিট পর আবারো মেসি-নেইমার জুটির গোল। খেলার ৭১ মিনিটে আবারো গোল করেন নেইমার। এবারো নেইমারের গোলের অ্যাসিস্ট করেন মেসি। নেইমার-মেসি-নেইমারের ওয়ান টু ওয়ান পাসের দারুণ এক জাদুতে দলের চতুর্থ গোলটি করেন নেইমার।
 
৮৭ মিনিটের মাথায় দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। বারত্রার বাড়ানো বলে বাঁপায়ের জোরালো কুনাকুনি শটে গোলটি করেন মেসি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন পেদ্রো।
 
তবে, ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৬-০ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ত্যাগ করে বার্সেলোনা। আর এ জয়ের পরে পয়েন্ট টেবিলের দুইয়েই রইল কাতালানরা।
 
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।