ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গ্রিজম্যানের জোড়া গোলে চ্যাম্পিয়নদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
গ্রিজম্যানের জোড়া গোলে চ্যাম্পিয়নদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। এর আগে কোপা দেল রেতে বার্সেলোনার বিপক্ষে হারলেও লিগে নিজেদের দারুণ ভাবে ফিরিয়ে আনেন দিয়েগো সিমিওনের শিষ্যরা।



ঘরের মাঠ স্তেদিও ভিসেন্ত কালদেরনে একরকম জয়ের মাঠ করে নিয়েছে লা রোজারা। সেই সুবাদে খেলার ১২ মিনিটেই বিপক্ষ দলের রক্ষণভাগের ভূলে দলের লিড আনেন গ্রিজম্যান।

এর ১০ মিনিট পরেই গ্রিজম্যানের আরো একটি গোল। এবার এ ফ্রেঞ্চম্যানের গোলে সহায়তা করেন মারিও মানদুকিচ। তবে খেলার ৩৫ মিনিটে গায়েল কাকুটার অ্যাসিস্টে সফরকারিদের হয়ে ব্যবধান কমান থ্রাসহোরাস। পরে ২-১ গোলে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলার ৫৬ মিনিটে গ্রিজম্যান ছয় গজ দুর থেকে শট করলে তা সেভ করতে গিয়ে উল্টো নিজেদের জালে গোল করে বসেন মানুচো। এ আত্মঘাতি গোলের মাধ্যমে ব্যবধান আরো বাড়ায় স্বাগতিকরা।

খেলর বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।