ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসির পাশে খেলে ধন্য নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মেসির পাশে খেলে ধন্য নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগায় এলচের বিপক্ষে ৬-০ গোলে জয়ের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ম্যাচে মেসি ও নেইমার দু’জনই জোড়া গোল করেছেন।



মেসিকে ইঙ্গিত করে নেইমার বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারের পাশে খেললে সবই সহজ হয়ে যায়। মেসির পাশে খেলতে পারাটা সম্মানেরও বটে। সে যেকোনো ফুটবলারের জন্যই আইডল হবার যোগ্যতা রাখে। প্রতিটি ম্যাচেই মেসি তার শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছেন। ’

বার্সা তারকা আরো বলেন, ‘খেলার শুরুতে এলচে বেশ ভালো খেলেছে। নিজেদের মাঠে খেলা হওয়ায় শুরু থেকেই তারা আক্রমনাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু, পরবর্তীতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। ম্যাচ শেষে তাই বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি। ’

নেইমার আরও জানান, এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আমরা এক পয়েন্ট পিছিয়ে। যদিও ‍তারা এক ম্যাচ কম খেলেছে। এ মুহূর্তে শীর্ষে উঠার চিন্তা করার চেয়ে জয়ের ধারা বজায় রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।