ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভিয়েতনামে বাংলাদেশ টেনিস দলের সাফল্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ভিয়েতনামে বাংলাদেশ টেনিস দলের সাফল্য

ঢাকা: ভিয়েতনাম টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভিয়েতনামের হো চি মিন শহরে ‘আইটিএফ অনূর্দ্ধ-১৪ ডিভিশন-২ চ্যাম্পিয়নশিপস ২০১৫’ অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৫টি দেশের ৩২ বালক ও ২৮ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করেছে।

বালক এককের প্রথম প্রতিযোগিতায় বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক চতুর্থ স্থান অধিকার করে। আর বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও নাইমুল ইসলাম অমিও জুটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।  

ইশতিয়াক প্রথম রাউন্ডে নেপালের লামা রঞ্জন কে ৫-৪, ১-৪, ৪-২ গেমে, দ্বিতীয় রাউন্ডে লিবিয়ার সাদেক জালালকে ৪-২, ৪-১ গেমে, কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার সিলভা আসেনকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে। সেমি-ফাইনালে ভিয়েতনামের ভো হং হুয়াং এর নিকট ৫-৭, ৪-৬ গেমে পরাজিত হয়। ৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী খেলায় সিরিয়ার সালিম রাবীর নিকট ২-৬, ১-৬ গেমে পরাজিত হয়।

ফলে ইশতিয়াক প্রথম প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। অপরদিকে বাংলাদেশের নাইমুল ইসলাম অমিও ১৮তম এবং সাদ আব্দুল্লাহ আফ্রিদি ২৩তম স্থান অধিকার করে।

বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও নাইমুল ইসলাম অমিও জুটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ইশতিয়াক ও অমিও জুটি ভিয়েতনামের ভান ভুয়াং ও জোয়েন থাই জুটির নিকট ৪-৬, ৭-৬, ০/৮ গেমে পরাজিত হয়ে রানারর্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বালিকা এককে বাংলাদেশের ইতি আক্তার ১৪তম এবং পপি আক্তার ২৫তম স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশসমূহ হচ্ছে: নেপাল, ভিয়েতনাম, ভুটান, শ্রীলংকা, মায়ানমার, বাংলাদেশ, সিরিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, লিবিয়া, জর্ডান, মেকাও, ইরাক ও ইরান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।