ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাইটন এন্ড হোব আলবিওনকে ৩-২ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে, ম্যাচটি গানারদের জন্য মোটেই সহজ ছিল না।

দুই গোলে এগিয়ে থেকেও জয় পেতে বেগ পেতে হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।

ব্রাইটনের মাঠে খেলা শুরুর দুই মিনিটের মাথায় কালাম চ্যাম্বার্সের অ্যাসিস্টে আর্সেনালকে লিড এনে দেন থিও ওয়ালকট। ২৪ মিনিটের সময় থমাস রোসিকির অ্যাসিস্ট থেকে লিড দ্বিগুন করেন মেসুত ওজিল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় স্বাগতিক ব্রাইটনকে ম্যাচে ফেরান ক্রিস ও’গ্র্যাডি। তবে, নয় মিনিট পরেই অলিভিয়ার জিরুদের অ্যাসিস্ট থেকে আর্সেনালকে তিন গোলে এগিয়ে দেন রোসিকি। ৭৫ মিনিটে সামেল বালডকের গোলে আবারো ম্যাচে ফেরে স্বাগতিকরা।

শেষদিকে ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকে আর্সেনাল ডিফেন্ডাররা। স্বাগতিকরা সুযোগ কাজে লাগাতে পারলে খেলা গড়াতো অতিরিক্ত সময়ে। তবে, ভাগ্য গানারদের পক্ষেই ছিল। তাই নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েঙ্গারের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।