ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুভেন্টাস জিতলেও হোঁচট খেয়েছে রোমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
জুভেন্টাস জিতলেও হোঁচট খেয়েছে রোমা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি আ’ তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে চিয়েভোকে। অপর ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল রোমা।



জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার স্বাগতিকরা। তবে, গোলশূণ্য ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কার্লোস তেভেজের অ্যাসিস্টে জুভেন্টাসকে লিড এনে দেন ফ্রেঞ্চ তারকা পল পগবা। ১৩ মিনিট পর স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন বদলি হিসেবে মাঠা নামা সুইস ডিফেন্ডার স্টিফেন লিচটেইনার। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

অপর ম্যাচে ফিওরেন্তিনার মাঠে গিয়ে ড্র নিয়ে বাড়ি ফেরে রোমা। প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় জার্মান স্ট্রাইকার মারিও গোমেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রোমা।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় জুয়ান ইতুরবির অ্যাসিস্টে রোমাকে ম্যাচে ফেরান সার্বিয়ান স্ট্রাইকার অ্যাডাম এলজাজিক। এরপর আরো গোলের সুযোগ পেয়েছিল টট্টি-রস্সিরা। কিন্তু, ভাগ্য মনে হয় স্বাগতিকদের পক্ষেই ছিল। তাই নির্ধারিত সময় শেষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।