ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইব্রাহিমোভিচের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ইব্রাহিমোভিচের গোলে পিএসজির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ‘লিগ ওয়ান’ এ সেইন্ট ইতিয়েন্নির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের দেওয়া পেনাল্টি গোলেই পিএসজির জয় নিশ্চিত হয়।



সেইন্ট ইতিয়েন্নির মাঠে প্রথম থেকেই বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে পিএসজি। কিন্তু, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না ইব্রাহিমোভিচ-কাভানিরা। গোলশূণ্য ড্রতেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মোউরার ডান প্রান্ত থেকে নেওয়া কোর্নার কিক ডি-বক্সে থাকা প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল আদায় করে নেন ইব্রাহিমোভিচ। এরপর ‍আর কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

পয়েন্ট টেবিলে আগেই শীর্ষস্থান হারিয়েছিল পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ১২ জয়, আট ড্র ও দুই পরাজয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থনে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সেইন্ট ইতিয়েন্নি। পিএসজির সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অলিম্পিক লিওনেইস।

বংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।