ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অপ্রস্তুত ভেন্যুতে উদ্বোধনের প্রস্তুতি!

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
অপ্রস্তুত ভেন্যুতে উদ্বোধনের প্রস্তুতি! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে আর মাত্র দুদিন পর উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের। কিন্তু এখনো ভেন্যুর অবকাঠামো কাজ শেষ হয়নি।

অগোছালোভাবে চলছে ভেন্যুর সংস্কার কাজ।

এখনো ভিআইপি গ্যালারিতে চলছে ইট গাঁথুনী ও ফ্লাড লাইট লাগানোর কাজ। ক্রীড়ামোদিদের প্রশ্ন-এ দুদিনের মধ্যে সংশ্লিষ্টরা এতো কাজ কিভাবে গোছাবেন?

ভেন্যু খেলার উপযোগী করতে ফ্লাড লাইট স্থাপন, ড্রেসিং রুম আন্তর্জাতিক মানের করা, ভিআইপ গ্যালারি, মিডিয়া বক্স ও মাঠের ঘাস কাটাসহ সংস্কার কাজ করার কথা।

সরেজমিন দেখা গেছে, মাত্র একটি ঘাস কাটার মেশিন দিয়ে কাজ চালানো হচ্ছে। শ্রমিকরা ভিআইপি গ্যালারিতে ইট গাঁথুনির কাজ করছে। চলছে ফ্লাড লাইটের কাজও। ড্রেসিং রুমগুলোও অগোছালো। বাথরুম ও টয়লেটগুলোতে নোংরা পরিবেশ। ক্রীড়া কমপ্লেক্সে রংয়ের কাজেও মন্তর গতি।

অথচ এরই মধ্যে সোমবার (২৬ জানুয়ারি) বেলা দেড়টায় সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আসছে মালয়েশিয়া দলও।   অন্যদলগুলো আসার অপেক্ষায়। এতো অল্প সময়ের মধ্যে কিভাবে এতো কাজ সম্পন্ন করবেন সংশ্লিষ্টরা এ নিয়ে সমালোচনা জুড়ে দিয়েছেন ক্রীড়ামোদিরা।

২৯ জানুয়ারি এ মাঠে সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের আসর। ৩০ জানুয়ারি হবে উদ্বোধনী খেলা।

একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামকে যেভাবে প্রস্তুত রাখার কথা, সিলেট স্টেডিয়ামকে সেভাবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে কি-না এ নিয়ে প্রশ্ন থেকেই গেলো।

ফ্লাড লাইটে ১ কোটি ৩৮ লাখ এবং অন্যান্য সংস্কার কাজে ৫০ লাখ টাকার কাজ হচ্ছে সিলেট জেলা ষ্টেডিয়ামে। এরই মধ্যে পুরোনো ফ্ল্যাড লাইটের স্থলে আধুনিক বাল্ব স্থাপন, আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও মাঠের কাজ প্রায় শেষের দিকে দাবি সংশ্লিষ্টদের। কিন্তু বাস্তবে এ দাবির সাথে বিস্তর ফাঁরাক খুঁজে পাওয়া গেছে।

তবে সিলেট জেলা ফুটবল কমিটির সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম বাংলানিউজকে বলেন, সব কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছি।

২০১৪ সালের সেপ্টেম্বরে সিলেট জেলা ষ্টেডিয়ামে অনুষ্টিত বাংলাদেশ-নেপালের খেলা চলাকালে দর্শকরা ষ্টেডিয়ামের গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

এর প্রেক্ষিতে নিরাপত্তার কর্মপরিকল্পনায় নিয়োজিত বাফুফের উচ্চ পর্যায়ের সদস্যরা  ভেন্যু পরিদর্শনকালে দর্শক ধারণ ক্ষমতার চেয়ে বেশি টিকিট বিক্রি না করার ব্যাপারে স্থানীয় প্রতিনিধিদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।