ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

'আমরা বাংলাদেশ ফুটবলের পাশেই আছি ও থাকব'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
'আমরা বাংলাদেশ ফুটবলের পাশেই আছি ও থাকব' ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবি ব্যাংক, মধুমতি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ বিমান, হামিম গ্রুপ, নভোএয়ারসহ ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইনের কর্তা ব্যক্তিরা বাফুফের আমন্ত্রনে সোমবার দুপুরে একত্রিত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের কনফারেন্স রুমে।

উদ্দেশ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও অফিসিয়াল পার্টনারদের সাথে গণমাধ্যমের পরিচয় করিয়ে দেয়া।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সভায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ফুটবলের পাশে তারা সব সময় আছেন ও ভবিষ্যতেও থাকবেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ১৯৯৭ সালে প্রথম ও ১৯৯৯ সালে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। তারপর দীর্ঘ দিনের বিরতির পরে আবারো ঘরের মাটিতে এতো বড় আসরের আয়োজন করেছে বাফুফে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, 'আজ একটা খুশির দিন। এতো বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ফুটবলের উন্নয়নে পথচলা শুরু করছি আমরা। সত্যি এটা অনেক বড় বিষয়। তারা কতটা সাহায্য করেছেন এটা বড় বিষয় নয়, তারা ফুটবলের পাশে আছেন এটিই বড় বিষয়। বাংলাদেশের একটি খেলা এখন ভারতকে টপকে গেছে, তা হল ফুটবল। ফিফা র‍্যাংঙ্কিয়ে এখন আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। আর আমাদের এ পথচলায় গণমাধ্যমের বড় ভূমিকা আছে, তা অবশ্যই প্রশংসনীয়। তারা এ টুর্নামেন্টটির বার্তা সকলের কাছে পৌছে দিচ্ছে। '

সংবাদ সম্মেলনে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, 'সালাউদ্দিন ভাইয়ের সময় ফুটবলটা যে উচ্চতায় গিয়েছিল তা পরবর্তীতে ধরে রাখতে ব্যর্থ হয়েছি। তাই এ ধরণের আয়োজনের ফলে অবশ্যই ফুটবলে পূনজাগরণ ঘটবে। আমরা ফুটবলের সাথে আছি, ভবিষ্যতেও থাকব। '

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান বলেন, 'আমরা সবসময়ই ফুটবলের পাশে ছিলাম। যখন কেউ ফুটবলের জন্য পৃষ্ঠপোষকতা করেনি, তখন ন্যাশনাল ব্যাংক এগিয়ে আসে। ফুটবলের যে কোন আয়োজনে আমরা বাফুফের পাশেই আছি। '

বঙ্গবন্ধু গোল্ডকাপের ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইনের কর্নধার এনায়েতুর রহমান বাপ্পি বলেন, 'আমার বাবা ফুটবল খেলতেন। তাই ব্যক্তিগত ভাবেই আমার ফুটবলের প্রতি দুর্বলতা রয়েছে। আমরা চ্যনেল নাইনের পক্ষ থেকে চাইছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো সম্প্রচার করতে। আজাদ ভাই পাশে থাকলে (হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ) আমাদের আরো সুবিধা হবে। '

এ কথার সূত্র ধরে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, ‘প্রিমিয়ার লিগ নিয়ে আমরা কথা বলছি, ভবিষ্যতে যে প্রিমিয়ার লিগ হবে সেটা আমরা জয়েন্টলি করতে পারি কিনা। আমরা আলোচনা করে নিবো, এটা সমস্যা হবে না। ’

চ্যানেল নাইনের কর্নধার এনায়েতুর রহমান বাপ্পি আরো বলেন, 'ফক্স টিভির সাথে আমাদের সম্প্রচার চুক্তি হয়েছে। চ্যানেলটি বর্তমানে বিশ্বের এক নম্বর টিভি চ্যানেল। দুবাইয়ের একটি মিডিয়ার সাথেও সাথে কথা চলছে আমাদের। ইন্ডিয়া থেকে একটি প্রোডাকশন গ্রুপ আসছে। আর চারজন বিদেশী ধারাভাষ্যকার আসবে, যারা ইংরেজিতে ধারাভাষ্য দিবেন এ টুর্নামেন্টে। '

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।