ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বুধবার থেকে বিক্রি শুরু হচ্ছে গোল্ডকাপের টিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বুধবার থেকে বিক্রি শুরু হচ্ছে গোল্ডকাপের টিকেট

ঢাকা: সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকেট বিক্রি শুরু হয়েছে রোববার থেকে। আর বুধবার থেকে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকেট বিক্রি শুরু হচ্ছে।

গ্রুপ পর্বে গ্যালারি টিকেটের মূল্য ৫০ টাকা ও ভিআইপি টিকেটের মূল্য ১০০।  

নকআউট পর্বে গ্যালারি টিকেটের মূল্য ৮০ টাকা ও ভিআইপি টিকিটের মূল্য ১৫০ টাকা। কর্পোরেট টিকেট মূল্য ৫০০ টাকা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার থেকে নির্ধারিত ব্যাংক, ভ্যান, মাইক্রোবাসে থেকে টিকেট সংগ্রহ করা যাবে। আর খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের নির্ধারিত বুথ থেকে টিকেট সংগ্রহ করতে পারবে দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।