ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়ালে খেললেন রদ্রিগেজের স্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রিয়ালে খেললেন রদ্রিগেজের স্ত্রী

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন দলটির তারকা মিডফিল্ডার জেমস রদ্রিগেজের স্ত্রী ড্যানিয়েল ওসপিনা। আর তার খেলা দেখতে মাঠে হাজির ছিলেন রদ্রিগেজ নিজেই।



২২ বছরের ওসপিনা প্রমাণ করেছেন তিনিও পরিবারের একজন ক্রীড়া সদস্য। তিনি এর আগে জাতীয় দল কলম্বিয়ার বিচ ভলিবলের সদস্যও ছিলেন।

রোববার লা লিগায় কর্দোভার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর রদ্রিগেজ তার কন্যাকে নিয়ে ওসপিনার খেলা দেখতে আসেন। এদিকে ওসপিনাও তার স্বামীর মত ১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামেন।

ওসপিনা হচ্ছেন আর্সেনাল গোলকিপার ডেভিড ওসপিনার ছোট বোন। ডেভিড ওসপিনা ও জেমস রদ্রিগেজ জাতীয় দল কলম্বিয়াতে এক সঙ্গে খেলেন।

পাঠকরা ভুল পড়ছেন না, তবে ওসপিনা খেলছেন রিয়ালের নারী ভলিবল দলে। আর তার খেলা দেখতে দর্শক গ্যালারিতে রদ্রিগেজের সঙ্গে ছিল তার কন্যা সন্তান।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।