ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হিগুয়েইনের জোড়া গোলে নাপোলির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হিগুয়েইনের জোড়া গোলে নাপোলির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি ‍আ’ তে জেনোয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে নাপোলি। নাপোলির হয়ে দু’টি গোলই করেছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।



ঘরের মাঠ স্তেদিও সাও পাওলোতে ফেভারিট হিসেবেই মাঠে নামে নাপোলি। তবে, জেনোয়াও ছেড়ে কথা বলে নি। দু’দলই সমানতালে লড়েছে। প্রথমার্ধের সাত মিনিটে স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন হিগুয়েইন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জেনোয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে জেনোয়া। খেলায় বাড়ে গতি। ৫৬ মিনিটে আন্দ্রেয়া বার্তোলাচ্চির অ্যাসিস্টে জোনোয়াকে সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো ফাল্ক সিলভা। তবে, ৭৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নাপোলি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন হিগুয়েইন।

এ জয়ে পয়েণ্ট টেবিলেও এক ধাপ এগিয়েছে নাপোলি। তারা এখন পর্যন্ত ২০ ম্যাচ শেষে ১০ জয়, ছয় ড্র ও চার পরাজয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রোমা ও ৪৯ পয়েণ্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।