ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাউচার্ডকে হারিয়ে সেমিতে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বাউচার্ডকে হারিয়ে সেমিতে শারাপোভা ছবি: সংগৃহীত

ঢাকা: মারিয়া শারাপোভার অভিজ্ঞতার কাছে হেরে গেলেন কানাডিয়ান টেনিস তারকা ইউজেনি বাউচার্ড। মঙ্গলবার বাউচার্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন মারিয়া শারাপোভা।



রাশিয়ান টেনিস তারকা শাপাপোভা এ ম্যাচে বাউচার্ডকে সরাসরি সেটে হারিয়েছেন। এ ম্যাচ জিততে কানাডিয়ানকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন শারাপোভা।

ম্যাচ জয়ের পর শারাপোভা বলেন, বাউচার্ড ভালো খেলেছে। জিততে পেরে অবশ্যই ভালো লাগছে। প্রথম দিকে বাউচার্ড আমাকে চাপে ফেলে দিয়েছিলো। তবে, আমি চাপ না নিয়ে ঠান্ডা মাথায় খেলেছি।

সেমিফাইনালে শারাপোভাকে মুখোমুখি হতে হবে স্বদেশীয় একাতেরিনা মাকারোভার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।