ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সিলেটে পৌঁছেই অনুশীলনে মালয়েশিয়া দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সিলেটে পৌঁছেই অনুশীলনে মালয়েশিয়া দল

সিলেট: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে সিলেটে পৌঁছেছে মালয়েশিয়া দল। মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় দলটি।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে মালয়েশিয়া যুবদলের খেলোয়াড়রা গাড়িতে করে সরাসরি হোটেল রোজভিউতে ওঠেন। বিকেলে তারা নিজেদের ঝালাই করতে অনুশীলনে নামবেন বলে জানা যায়।

মালয়েশিয়া দলের ফিল্ড কো-অর্ডিনেটর সিরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেল ৪টায় মালয়েশিয়া দল বিকেএসপি ২নং মাঠে এবং সাড়ে ৩ টায় বাংলাদেশ দল ১নং মাঠে অনুশীলন করবে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, জানুয়ারী ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।