ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ফুটবল উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বঙ্গবন্ধু ফুটবল উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা উপলক্ষে গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, সাবেক সাধারণ-সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিহাদ খান, সাধারণ-সম্পাদক আব্দুল মান্নান মানি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।