ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফুটবল নিয়ে ঘন্টা খানেক কথা বলতে চাই: অর্থমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফুটবল নিয়ে ঘন্টা খানেক কথা বলতে চাই: অর্থমন্ত্রী

ঢাকা: মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপের সাংগঠনিক কমিটির সভা ছিল হোটেল সোনারগাঁওয়ে। সভায় উপস্থিত ছিলেন গোল্ডকাপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফুটবল নিয়ে তার রয়েছে মজার মজার সব অভিজ্ঞতা।

বক্তব্যের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, 'ফুটবল নিয়ে ঘন্টা খানেক কথা বলার ইচ্ছে আছে আমার। কিন্তু হাতে সময় নেই। শুধু এতটুকু বলতে পারি বঙ্গবন্ধু গোল্ডকাপ সফল করতে যত টাকা দরকার সরকার তার সব ব্যবস্থা করবে। '

তিনি আরো বলেন, 'গোল্ডকাপের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। '

সভায় উপস্থিত ছিলেন গোল্ডকাপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,  যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সহসভাপতি সালাম মুর্শেদী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হামীম গ্রুপের চেয়ারম্যান এম কে আজাদ।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকেদার বলেন, 'আমরা আমাদের পক্ষ থেকে গোল্ডকাপ সফল করতে সব ধরণের সহযোগিতা করে যাবো। বঙ্গবন্ধু ও সিলেট স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে। আশা করছি ফ্লাডলাইট, মাঠ ও গ্যালারির সকল কাজ ঠিক সময়ে শেষ হয়ে যাবে। '

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।