ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুটিংয়ে আবারও হতাশাজনক ফলাফল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
শুটিংয়ে আবারও হতাশাজনক ফলাফল ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক শুটিং গ্র্যাঁ প্রি। এ টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল করেছেন বাংলাদেশের দুই শুটার আবদুল্লাহ হেল বাকী এবং শোভন চৌধুরী।



বাকী হয়েছেন পঞ্চম (স্কোর ৫৯৪) এবং শোভন হয়েছেন ত্রয়োদশ (স্কোর ৫৯০)। সোমবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা বাংলাদেশের এ দুই শুটার অংশ নেন ১০ মিটার এয়ার রাইফেলে।

একসময় শুধু ইউরোপেই আয়োজিত হতো গ্রাঁ প্রি। এখন এশিয়াতেও আয়োজিত হচ্ছে এ প্রতিযোগিতা। বাকী বাংলাদেশের শুটিংয়ে পরিচিত এক নাম। গত কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জেতেন তিনি।

শোভন বাংলাদেশের শুটিংয়ে সম্ভাবনাময় একজন শুটার। গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকীকে হারিয়েই প্রথম হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।