ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

'ফুটবলের স্বার্থে হরতাল তুলে নিন'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
'ফুটবলের স্বার্থে হরতাল তুলে নিন'

ঢাকা: 'এটা কি হলো বলেন? আমি কি করব, কি বলব! বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের শুভ উদ্বোধন হবে সিলেটে। আর সেই দিনই হরতালের ডাক দিল! দয়া করে ফুটবলের স্বার্থে হরতাল তুলে নিন', কথাগুলো বলছিলেন সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম।



আগামী বৃহস্পতিবার বিভাগীয় শহর সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার পৃথকভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বিএনপি এই হরতালের ডাক দেয়।

হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী।

এর আগে গত বছরের আগস্টে বাংলাদেশ-নেপাল মধ্যকার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিলেটবাসী  ফুটবলের জন্য তাদের উন্মাদনা প্রদর্শন করে। এমনকি গেট ভেঙ্গে ঢলের মত মানুষ প্রবেশ করে মাঠে। ২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে ৬ জাতির টুর্নামেন্টটির পর্দা উঠবে সিলেটে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।