ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফিফা’র প্রেসিডেন্ট পদে লড়বেন ফিগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ফিফা’র প্রেসিডেন্ট পদে লড়বেন ফিগো লুইজ ফিগো

ঢাকা: পর্তুগালের কিংবদন্তি তারকা লুইজ ফিগো ঘোষণা দিয়েছেন, এ বছরের ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। আর তার মূল লক্ষ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে তিনি সিংহাসনচ্যুত করবেন।



এর আগে ফিফা প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনীত ব্যাক্তিদের চার মাসের সময়সূচি দিয়েছিল। আর আগামীকাল শেষ হচ্ছে এই চার মাসের চূড়ান্ত সময়সূচি।

আর এর একদিন আগে ফিগো সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। পাশাপাশি দৃড় প্রতিজ্ঞ যে প্রেসিডেন্ট হয়ে তিনি বিশ্ব ফুটবলের এ সংস্থাকে নতুন ভাবে গড়বেন।

ফিগো বলেন, ‘আমি ফুটবল নিয়ে চিন্তা করি। ফিফার পরিচিতি এখন খুবই খারাপ। এটা এখন নয় গত বছরও এই অবস্থাই ছিল। আমার কাছে ব্যাপারটি অপছন্দনীয়। ’

তিনি আরো বলেন, কেউ যদি ইন্টারনেটে ফিফার সার্চ দেয় তাহলে এর অপবাদই দেখা যাবে। আমি প্রেসিডেন্ট হলে প্রথমেই ফিফার সম্মানকে আরো উন্নত করার চেষ্টা করবো। ফুটবল আরো ভালো কিছু আশা করে। ’

রিয়াল ও বার্সার সাবেক তারকা আরো যোগ করেন, ‘আমি কথা বলছি ফুটবলের গুরত্বপূর্ন ব্যক্তি, খেলোয়াড়, ম্যানেজার, প্রেসিডেন্টকে নিয়ে। সবাই চায় কিছু করতে হবে। গত বছর আমি ব্রাজিল বিশ্বকাপে ছিলাম। আমি সেখানে সমর্থকদের নেতিবাচক প্রভাব দেখেছি ফিফার উপর। আমার মনে হয় সংস্থাটির অনেক কিছু পরিবর্তন করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।