ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে দুই ম্যাচ নিষেধাজ্ঞার খপ্পরে পড়লেন ফিফা ব্যালন ডি অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আগেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ বারো ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা পেতে পারেন রিয়ালের এ পর্তুগিজ তারকা।


 
তবে, অল্পের উপর দিয়েই বেঁচে গেলেন রোনালদো। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ তাকে এ নিষেধাজ্ঞা দিয়েছে।
 
গত শনিবার লা লিগায় কর্দোভার বিপক্ষে ম্যাচে এডিমারকে মুখে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। তাই স্প্যানিশ লিগের ডিসিপ্লিনারি কমিটি রোনালদোকে সর্বনিম্ন শাস্তিটিই দিয়েছে। আর শাস্তির ফলে টানা দুবারের ব্যালন ডি অর জয়ীকে রিয়াল সোসিয়েদাদ আর সেভিয়ার বিপক্ষে মাঠে দেখা যাবেনা।
 
তবে, রিয়াল আর রোনালদো ভক্তদের জন্য সুখবর হলো নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরতে পারবেন তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
 
শরিবারের সে ম্যাচের ৮২তম মিনিটে নিজের মেজাজ ঠিক রাখতে না পেরে প্রতিপক্ষের ডিফেন্ডার এডিমারকে মুখে আঘাত করেন রোনালদো। এছাড়া সে ম্যাচেই হোসে ক্রেসপোর মুখেও চড় মারেন তিনি। তবে, তা দায়িত্বে থাকা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়।
 
উল্লেখ্য, রোনালদো এর আগেও আটবার লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেছিলেন।
 
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।