ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

বিকেলে শুরু ফুটবল মহারণ

ইয়াসির উবাইদ ও নাসির উদ্দিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বিকেলে শুরু ফুটবল মহারণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজিত হচ্ছে। শুধু বঙ্গবন্ধু কাপই নয়, দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি দেশে।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের।

এবারই প্রথম ঢাকার বাইরে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। ফিফা স্বীকৃতি দেওয়ায় টুর্নামেন্টের মর্যাদা বেড়ে গেছে অনেকটা।

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিকেল ৫টায় স্বাগতিক বাংলাদেশের মোকাবেলা করবে মালয়েশিয়া। ইতোমধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।

বুধবার রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা দল পৌঁছেছে সিলেটে। তবে থাইল্যান্ড দল এখনও পৌঁছায়নি।

সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়ামের ক্রীড়া কমপ্লেক্সে করা হয়েছে নজরকাড়া আলোকসজ্জা। মাঠের চারপাশ সজ্জিত করা হয়েছে নান্দনিক রূপে। মাঠের ভেতরে খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে ছাউনি।

তৈরিকৃত কাঠের গ্যালারির উপর সামিয়ানাও টানানোর কাজ সম্পন্ন। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

ইতোমধ্যে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দু’দল অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালাই করে নিয়েছে। ম্যাচ জিততে মরিয়া দু’দলই। তবে স্বাগতিক হওয়ায় বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মালয়েশিয়‍া দলের অধিনায়ক।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটায় সংবাদ সম্মেলনে উভয় দল প্রথম ম্যাচে জেতার প্রত্যয় ব্যক্ত করেছে। এবার অপেক্ষার পালা।

বাফুফের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আহসান আহমেদ অমিত বাংলানিউজকে বলেন, টুর্নামেন্টের আয়োজন নিয়ে আমরা সন্তুষ্ট। বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। নিয়মঅনুযায়ী খেলার এক ঘণ্টা আগে খেলা পূর্ব অনুশীলন শুরু হবে।  

এদিকে, নিরাপত্তা ব্যবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

এছাড়া খেলাচলাকালীন নিরাপত্তার স্বার্থে সিলেটের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটের সকল চেম্বার, ফার্মেসি ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।