ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে আইভরি কোস্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে আইভরি কোস্টের জয় সংগৃহীত

ঢাকা: আফ্রিকান ন্যাশান কাপের গ্রুপ ডি’র হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল আফ্রিকার দুই পরাশক্তি ক্যামেরুন ও আইভরি কোস্ট। তবে মালবোয় অনুষ্ঠিত এ ম্যাচে ম্যাক্স গ্রাদেলের একমাত্র গোলে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে এলিফ্যান্টরা।



স্ট্রাইকার গ্রাদেলের এটি আসরের দ্বিতীয় গোল। আর এ গোলের সুবাদে দলটি গ্রুপ থেকে শীর্ষস্থান দখল করলো। পাশাপাশি দলটি শেষ আটে মুখোমুখি হবে আলজেরিয়ার বিপক্ষে।

এদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল প্রদর্শন করেও গোলের দেখা পাচ্ছিল না দু’দল। তবে খেলা ৩৬ মিনিটে কর্নার কিকের মাধ্যমে গোল করে দলের লিড এনে দেন গ্রাদেল। আর এই একটি গোলই খেলার ব্যবধান গড়ে দেয়। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়া ইয়া তোরেরা।

এদিকে দিনের অন্য খেলায় মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে গিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।