ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বায়ার্ন থেকেই ইউরোপ ছাড়বেন রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বায়ার্ন থেকেই ইউরোপ ছাড়বেন রিবেরি ফ্রাঙ্ক রিবেরি

ঢাকা: ক্যারিয়ারের সেরা সময়টা পার না হওয়া পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়েই খেলতে চান ফ্রাঙ্ক রিবেরি। এ ফ্রেঞ্চ তারকা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বায়ার্ন ছাড়লেও ইউরোপের অন্য কোনো ক্লাবে যোগ দিবেন না।



ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে দুবাইয়ে অথবা আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন বলে জানিয়েছেন রিবেরি। তবে, আপাতত সেই সম্ভাবনা নেই। বায়ার্নের সঙ্গে ৩১ বছর বয়সী রিবেরির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৭ সালে।

রিবেরি বলেন, ‘বায়ার্ন ব্যতীত অন্য কোনো ক্লাবে যেতে চাই না। ক্যারিয়ারের টপ লেভেল পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলতে চাই। এখানকার ভক্ত-সমর্থকদের কাছ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। তাই ক্লাব ছাড়ার প্রশ্নই উঠে না। তবে, ক্যারিয়ারে শেষাংশে ইউরোপের বাইরে অন্য কোনো ক্লাবে খেলার অভিজ্ঞতা নিতে চাই। ’

উল্লেখ্য, ২০০৭ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই থেকে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দেন রিবেরি। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২৯২টি ম্যাচ খেলে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন এ অভিজ্ঞ উইঙ্গার।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।