ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

বাংলাদেশের জালে মালয়েশিয়ার এক গোল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বাংলাদেশের জালে মালয়েশিয়ার এক গোল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ।

আর আর লাল-সবুজদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে মালয়েশিয়া। প্রথমার্ধ শেষে কোনো গোল না হলে গোলশূণ্য সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে, বিরতির পর ৫০ মিনিটের মাথায় শাফোয়ানের দারুণ একটি শটে লিড নেয় মালয়েশিয়া। বাংলাদেশের গোলরক্ষক রাসেলকে ফাঁকি দিয়ে বাঁপায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন রাসেল; রায়হান, ইয়াসিন, মিশু, জামাল, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, ইয়ামিন ও সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

** গোলশূন্য রয়েছে প্রথম ৩০ মিনিট
** মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।