ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সায় পিকের আরেক ছেলে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বার্সায় পিকের আরেক ছেলে!

ঢাকা: বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে ও পপ তারকা শাকিরা দম্পতি দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন। গতকাল রাতে শাকিরা একটি পুত্র সন্তানের জন্ম দেন।

পারিবারিক রীতি অনুযায়ী পিকের প্রথম সন্তানের ন্যায় দ্বিতীয় জনও বার্সার সহযোগি সদস্য হবে।

বার্সেলোনায় অবস্থিত কুইরন টেকনন হাসপাতালে কোন ধরনের জটিলতা ছাড়াই পিকে-শাকিরা দম্পতির দ্বিতীয় পুত্র সন্তান পৃথিবীর আলো দেখে। দু’বছর আগে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছিল। তার নাম মিলান।

২৭ বছর বয়সী পিকে ও ৩৭ বছর বয়সী শাকিরা গতকাল মধ্যরাতে তাদের নতুন সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন।

২০১০ সালে পিকে ও শাকিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারকা দম্পতির মধ্যে তারা দু’জন যে বেশ সুখেই আছেন তা বলাই বাহুল্য। উল্লেখ্য, পিকের দ্বিতীয় সন্তানের জন্মের ঠিক ২৪ ঘন্টা আগে অ্যালেতিকোর বিপক্ষে ৩-২ গোলে জিতে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করে বার্সা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।