ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লাভেজ্জির একমাত্র গোলে পিএজি’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
লাভেজ্জির একমাত্র গোলে পিএজি’র জয়

ঢাকা: ফ্রেঞ্চ লিগে ইজিকুয়েল লাভেজ্জির একমাত্র গোলে রেনেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। খেলার প্রথমার্ধেই আর্জেন্টাইন তারকার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে লিগ চ্যাম্পিয়নরা।



রেনেস এর আগে পিএসজি’র মাঠ পার্ক দেস প্রিন্সেসে দু’দলের শেষ দেখায় ২-১ গোলে হেরেছিল। তবে এদিন স্বাগতিক ফুটবলাররা নিজেদের খুব বেশি প্রমাণ করতে পারেন নি।

এদিন খেলার ২৯ মিনিটে দলের একমাত্র গোলটি করেন লাভেজ্জি। তবে তার এ গোলে সহায়তায় যুক্ত ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, আদ্রিয়েন রাবিয়ট ও জাভিয়ার পাস্তোরে। কিন্তু এদিন লরা ব্লার দলকে হতাশ করেছেন এডিসন কাভানি। উরুগুইয়ান এ তারকা খেলার দ্বিতীয়ার্ধে নিশ্চিত দু’টি শট মিস করেছেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।