ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আর্জেন্টাইনকে পেয়ে ব্রাজিলিয়ানের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আর্জেন্টাইনকে পেয়ে ব্রাজিলিয়ানের স্বস্তি সংগৃহীত

ঢাকা: একজন আর্জেন্টাইন ফুটবলার, আর একজন ব্রাজিলিয়ান ফুটবলার। ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত হলেও একই ক্লাবে খেলে থাকেন আর্জেন্টিনার ইজিকুয়েল লাভেজ্জি আর ব্রাজিলের থিয়েগো সিলভা।

দু’জনের বন্ধুত্বটা এতোই গাঢ় যে, শেষমেষ একই  ক্লাবে লাভেজ্জির সঙ্গে আরও কিছুদিন খেলতে পারবেন বলে স্বস্তি প্রকাশ করেছেন সিলভা।

লাভেজ্জি আর সিলভা খেলেন প্যারিস সেইন্ট জার্মেইনে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লাভেজ্জিকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজির ক্লাব কর্তৃপক্ষ। তবে, শেষমেষ লাভেজ্জিকে ক্লাবে রেখে দিয়েছে তারা। আর এতেই বেশ খুশি ব্রাজিলের সাবেক অধিনায়ক।

এ প্রসঙ্গে সিলভা বলেন, আমি বেশ আনন্দিত যে লাভেজ্জিকে আরও কিছু দিনের জন্য পাশে পাচ্ছি। সে দারুণ একজন ফুটবলার। লাভেজ্জির মতো ফুটবলার আমাদের ড্রেসিং রুমের পরিবেশটাই পাল্টে দেয়। বলা যায়, ড্রেসিং রুম আর মাঠে সে একজন সত্যিকার ফুটবল যোদ্ধা।

ইনজুরির কারণে চলতি মৌসুমে সিলভা কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবে, এখন তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানালেন। নিজের আগাম লক্ষ্য জানাতে গিয়ে বললেন, আমি এখন নিজের প্রতি পূর্ণ আস্থা ফিরে পেয়েছি। আর সতীর্থদের পাশে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। যা আমার খেলায় আরও বেশি সাহায্য করবে।

লাভেজ্জি ২০১২ সালে নাপোলি ছেড়ে পিএসজিতে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৭৩টি ম্যাচ। একই বছর মিলান থেকে লাভেজ্জির সঙ্গে পিএসজিতে নাম লেখান ৫৪ ম্যাচ খেলা সিলভা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।