ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসি বিশ্বসেরা আর নেইমার ফুটবল জাদুকর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
মেসি বিশ্বসেরা আর নেইমার ফুটবল জাদুকর ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ ক্লাবের দুই ফুটবলারকে নিয়ে বেশ আনন্দিত। তার চোখে ক্লাবের সেরা তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর ফুটবলের ক্ষুদে জাদুকর ব্রাজিল অধিনায়ক নেইমার।



সম্প্রতি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেসির গোলে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে হারায়। আর দ্বিতীয় লেগে নেইমারের জোড়া গোলের সুবাদে জয় পায় কাতালানরা। মেসি-নেইমারের যুগলবন্দিতে বার্সা জয় পেয়েছে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও।

তবে, নেইমারের খেলার ধরণ আর খেলার মাঠে তার বাজে অঙ্গভঙ্গি নিয়ে অ্যাতলেতিকোর ফুটবলার আর সমর্থকরা বেশ সমালোচনা করেছেন। বার্তেমিউ কিন্তু সেদিকে কান না দিয়ে জানিয়ে দিলেন, ‘নেইমার বর্তমান ফুটবল বিশ্বের ক্ষুদে জাদুকর।

শুধু নেইমারকে নয় ক্লাবের কোচ লুইস এনরিকের প্রসঙ্গেও ক্লাবের সভাপতি জানিয়েছেন তার সন্তুষ্টির কথা।

তিনি আরও যোগ করেন, আমার দলে বর্তমান ফুটবল বিশ্বের সবথেকে সেরা খেলোয়াড়টি খেলে থাকে। আর সে হলো মেসি। মেসির সঙ্গে রয়েছে বিশ্বফুটবলের ক্ষুদে জাদুকর নেইমার। আমি তাদের নিয়ে বেশ গর্ব অনুভব করি।

কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি-নেইমারকে লড়তে হবে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সেমিতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ লা লিগায় একদিন পরেই বার্সা নামবে সেই ভিয়ারিয়ালের বিপক্ষেই।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।