ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শারাপোভাকে হারিয়ে শিরোপা জিতলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
শারাপোভাকে হারিয়ে শিরোপা জিতলেন সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনালে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভোকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। সেইসঙ্গে নিজের ১৯তম গ্রান্ড স্লাম পূর্ণ করলেন টেনিসের নাম্বার ওয়ান তারকা সেরেনা।



অস্ট্রেলিয়ান ওপেনে দীর্ঘ এক দশক পর র‌্যাংকিংয়ের এক ও দুই নাম্বার তারকার মধ্যকার ফাইনাল দেখল টেনিস ভক্তরা। তার ওপর সেরেনা বনাম শারাপোভার ম্যাচ হওয়ায় তা বাড়তি উত্তেজনা ছড়ায়।

এ ম্যাচে সেরেনার বিপক্ষে নিজের দুর্বলতা ঘোঁচাবারও একটা সুযোগ ছিল শারাপোভার সামনে। কিন্তু, টেনিসের গ্ল্যামার খ্যাত এই তারকা অপেক্ষাটা আরো দীর্ঘায়িত করলেন।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনাতে শারাপোভাকে সরাসরি সেটে (৬-৩, ৭-৬ ব্যবধানে) হারায় সেরেনা। প্রথম সেটটি বেশ সহজে জিতলেও দ্বিতীয়টিতে জিততে বেশ ঘাম ঝরাতে হয় সেরেনাকে। শেষ পর্যন্ত রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় শারাপোভাকে।

প্রথম সেটে যখন সেরেনা ৩-২ ব্যবধানে এগিয়ে তখন বৃষ্টির কারণে কিছুক্ষন খেলা বন্ধ থাকে। এরপর মেডিকেল চেকআপে যায় সেরেনা। বৃষ্টি শেষে ম্যাচে ফিরেই আরো ভয়ংকর হয়ে উঠেন সেরেনা। তিনি ঘন্টায় সর্বোচ্চ ১২৭ মাইল বেগে সার্ভিস করেন। এতেই সেরেনার শক্তি ও সামর্থ্যের পরিচয় ফুটে উঠে।

উল্লেখ্য, মার্টিনা নাভরাতিলোভা ও ক্রিস এবার্টকে টপকে গ্র্যান্ড স্লাম বিজয়ীর তালিকায় যৌথভাবে হেলেন উইলস মোডির সঙ্গে তিন নম্বরে উঠে এসেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে একক ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন মার্গারেট কোর্ট। আর ২২টি গ্র্যান্ড স্লাম জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্টেফি গ্রাফ।

সেরেনা যদি ফিট থাকে তাহলে এই রেকর্ডটি যে তিনি নিজের করে নিবেন তা সময়ের দাবি মাত্র।


বাংলাদেশ সময়: ১৭৫০, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।