ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ঢাকায় পা রাখল থাইল্যান্ড-সিঙ্গাপুর, রোববার শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ঢাকায় পা রাখল থাইল্যান্ড-সিঙ্গাপুর, রোববার শ্রীলঙ্কা ফাইল ফটো

সিলেট থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন। শুক্রবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

তাদের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। তাই শনিবার সিঙ্গাপুর ও থাইল্যান্ড সিলেট ছেড়েছে।

সকাল ৯.৩০ মিনিটে সিঙ্গাপুর ও ১০.৩০ মিনিটে থাইল্যান্ড নোভো এয়ার ফ্লাইটযোগে ঢাকায় পৌঁছায়। আর শনিবার শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচ শেষে রোববার সকালে সিলেট ছাড়বে শ্রীলঙ্কা দলটি। শুধু থাকবে মালয়েশিয়া। ঢাকায় তারা একটি পাঁচতারা হোটেলে উঠেছে।

১ ফেব্রুয়ারি শক্তিশালী বাহরাইনের বিপক্ষে খেলবে সিঙ্গাপুর। আর ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে জীবন-মরণ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।