ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশকে ফেভারিট মানছেন লংকান কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বাংলাদেশকে ফেভারিট মানছেন লংকান কোচ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসছিল একটি বিষয় ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ নিকোলা কাভাজোভিচও মানছেন এ টুর্নামেন্টে ফেভারিট বাংলাদেশ।



মালয়েশিয়ার কাছে কেন পরাজিত হয়েছে এ সম্পর্কে লংকান বলেন, 'আসলে শ্রীলঙ্কার দলটি প্রস্তুত নয়। উল্টো মালয়েশিয়া দলটি সবদিক থেকেই এগিয়ে। তাই কোন ভাবেই তাদের সাথে পেরে উঠতে পারেনি। '

এরপরই তাকে পরবর্তী ম্যাচে বাংলাদেশে বিপক্ষে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। লংকান কোচ নিকোলা বলেন, 'আসলে এ টুর্নামেন্টে বাংলাদেশই ফেভারিট। তারা অনেকদিন থেকেই প্রস্তুত হচ্ছে এ টুর্নামেন্টের জন্য। ম্যাচ শেষ করেই ঢাকা যাচ্ছি, তাই পর্যাপ্ত সময় পাবে না দলটি। এদিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশই। '

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগে কখনোই খেলেনি শ্রীলঙ্কা, তাই তিনি খানিকটা শঙ্কাও প্রকাশ করেন, 'এটি আমাদের জন্য নতুন একটি ভেন্যু। তাই বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। '

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এ সকল সুবিধার কতটুকু সুফল তুলতে পারে মামুনুলরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।