ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সার ঘাড়ে চেপে বসলো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বার্সার ঘাড়ে চেপে বসলো অ্যাতলেতিকো

ঢাকা: স্প্যানিশ লা লিগায় এইবারের ঘরের মাঠে আতিথ্য নিয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। মারিও মান্দজুকিচের জোড়া গোলের সুবাদে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে অ্যাতলেতিকো।

আর এ জয়ের ফলে দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেললো দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো।

সময়টা বেশ ভালোই যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের। কোপা দেল রে’তে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ বাদ দিলে জয়ের ধারাকহিকতা প্রায় ধরে রেখেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

স্বাগতিক এইবারের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই গোল করেন অ্যাতলেতিকোর অ্যান্তোনিও গ্রিজম্যান। দলের আরেক তারকা রাউল গার্সিয়ার অ্যাসিস্টে লিড নেওয়া গোলটি করেন গ্রিজম্যান। আর ২৩ মিনিটে তারই সহযোগিতায় গোল করে দলের লিড দ্বিগুন করেন মারিও মান্দজুকিচ। দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন মান্দজুকিচ।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটের মাথায় অ্যাতলেতিকোর উঠতি তারকা সাউলের গোলে ব্যবধান বাড়াতে পারতো অতিথিরা। তবে, অফসাইটের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এর এক মিনিট পরে মান্দজুকিচের একটি হেড রুখে দেন এইবারের গোলরক্ষক। ফলে, হ্যাটট্রিক হাতছাড়া হয় মান্দজুকিচের।

ম্যাচের ৮৮ মিনিটের মাথায় ব্যবধান কমায় এইবার। দলের একমাত্র গোলটি করেন ফেদেরিকো পিওভাকারি। সাউলের অসাধারণ এক ক্রস থেকে হেড করে গোলটি করেন ফেদেরিকো। তবে, ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

এ ম্যাচে জয়ের ফলে এক ম্যাচ কম খেলা বার্সার সমান ৪৭ পয়েন্ট সংগ্রহ করলো অ্যাতলেতিকো। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর ২০ ম্যাচ খেলা বার্সার পয়েন্টও অ্যাতলেতিকোর সমান।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।