ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শীর্ষে চেলসি আর দুইয়ে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
শীর্ষে চেলসি আর দুইয়ে ম্যানসিটি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল চেলসি আর ম্যানচেস্টার সিটি। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পায়নি কোনো দল।

১-১ গোলের সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দল দুটিকে। এ ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেলসি আর দুইয়ে ম্যানসিটি।

চেলসির ঘরের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে হোসে মরিনহোর শিষ্যরা আতিথ্য জানায় ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানসিটিকে। ম্যাচের শুরু থেকেই দিয়েগো কস্তা আর সেস ফেব্রিগাসকে ছাড়াই লড়াই চালিয়ে যেতে থাকে স্বাগতিক চেলসি। তবে, ছেড়ে কথা বলেনি অতিথি হিসেবে খেলতে নামা ম্যানসিটি।

খেলার প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় চেলসিকে লিড পাইয়ে দেয় লইক রেমি। ইডেন হ্যাজার্ডের অ্যাসিস্টে দলের প্রথম গোলটি করেন রেমি। তবে, লিড মরিনহোর শিষ্যরা লিড ধরে রাখতে পারেন মাত্র চার মিনিট। খেলার ৪৫ মিনিটে আর্জেন্টাইন তারকা ম্যানসিটির সার্জিও আগুয়েরোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোড়ালো শটে আলতো পা লাগিয়ে দলকে সমতায় ফেরান ডেভিড সিলভা।

প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর আবারো আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা গড়াতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণাত্মক খেললেও শেষ দশ মিনিট দুই দলই তাদের আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৮৭ মিনিটের মাথায় সিটিজেনদের সামনে গোল আদায় করে নেওয়া সুযোগ এসেছিল। সিলভা আর মিলনারের একটি প্রচেষ্টা নষ্ট হয় গোলবারের বাইরে দিয়ে বল চলে গেলে।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ২৩ ম্যাচ খেলে চেলসি ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল। আর সমান ম্যাচ খেলা ম্যানসিটির পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৪৮। টেবিলের দুইয়ে রইল ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।