ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নতুন চুক্তিতে নেইমার-বুসকেটস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
নতুন চুক্তিতে নেইমার-বুসকেটস ছবি : সংগৃহীত

ঢাকা: নেইমার ও সার্জি বুসকেটসের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। সংবাদ মাধ্যম গুলোতে জানা যায়, ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি করেছে কাতালান ক্লাবটি।



ক্লাবে বাৎসরিক ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ চুক্তিতে সম্মত হয়েছেন নেইমার যা ক্লাবের মূল তারকা লিওনেল মেসি থেকে কিছুটা পিছিয়ে। বর্তমান চুক্তি অনুযায়ী নেইমারের সঙ্গে ক্লাবের আরো তিন বছর মেয়াদ আছে। তবে বার্সা চাচ্ছে তার ক্যারিয়ারের উন্নতির জন্য তাকে আরো সম্মানিত করা।

এ ব্যাপারে নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেরিও বলেন, ‘২০২০ সাল পর্যন্ত নেইমারের সঙ্গে বার্সার চুক্তি হয়েছে। এ নিয়ে নেইমার ও ক্লাব দু’পক্ষই খুশি। ’

নেইমার ২০১৩ সালে সান্তেস থেকে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দিয়েছিলেন। আর এ মৌসুমে তিনি দলের হয়ে এখন পর্যন্ত ২১টি গোল করেছেন। কাতালান ক্লাবটি মনে করে নেইমার একদিন সেরা তারকা মেসির মত সফলতা পাবে।

এদিকে বার্সার সঙ্গে নতুন করে দু’বছরের চুক্তি করেছেন দলের মিডফিল্ডার বুসকেটস।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।