ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সিঙ্গাপুর-বাহরাইন ম্যাচ গোলশূন্য ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিঙ্গাপুর-বাহরাইন ম্যাচ গোলশূন্য ড্র ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচে মুখোমুখি হয় বাহরাইন বনাম সিঙ্গাপুর।

ম্যাচটি শেষে পর্যন্ত গোলশূন্য ভাবেই ড্রয়ের দিকে গড়ায়।

ম্যাচের শুরু থেকেই বিচ্ছিন ভাবে খেলতে থাকে দুই দল। একাধিক গোলের সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ভুলে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। ৩৭ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস করে টুর্নামেন্টের হট ফেভারিট দল বাহরাইন।

আর সিঙ্গাপুরের দলগত আক্রমণের কোন নমুনা দেখা যায়নি মাঠ জুড়ে। ফলে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ভাবেই বিরতিতে যায় দুই।  

৫৩ মিনিটে সিঙ্গাপুরের তৌফিক বিন সুপর্ন সহজ সুযোগ মিস করেন। ডি বক্সের বাহির থেকে বাড়িয়ে দেয়া বলে পা ছোঁয়ালেই গোল পেতে পারতেন, কিন্তু তিনি ব্যর্থ হন।

আর শেষ সময়ে ইনজুরি টাইমে বাহরাইনের একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলের সুবর্ন সুযোগ মিস করে দলটি। ফলে এ টুর্নামেন্টের অন্যমত ফেভারিট দল বাহরাইন নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল।

ফলে সেমিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল সিঙ্গাপুরের। কারণ প্রথম ম্যাচে থাইদের কাছে ৩-২ গোলে পরাজিত দলটি এ ম্যাচে ১ পয়েন্ট পেলো। এখন ৩ ফেব্রুয়ারি বাহরাইন যদি থাইল্যান্ডের কাছে পরাজিত হয় তাহলে 'বি' গ্রুপে রানার্স হয়ে সেমিতে উঠে যাবে সিঙ্গাপুর। এখানে গোল গড়ের বিষয়টি অবশ্যই চলে আসবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।