ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ঈশ্বরের ছায়ায় মেসি, বঞ্চিত রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ঈশ্বরের ছায়ায় মেসি, বঞ্চিত রোনালদো! ছবি : সংগৃহীত

ঢাকা: পুরো ফুটবল বিশ্বেই তোলপাড়, কে সেরা ফুটবলার? আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি নাকি পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো? সঠিক উত্তর না পেলেও জনপ্রিয়তার দিক থেকে যে দুজনই এগিয়ে তা বলাই বাহুল্য। এমনই সময় কেউ যদি বলে বসেন, মেসি হচ্ছেন ঈশ্বরের প্রতিফলন।

আর রোনালদো শয়তানমুক্ত! অর্থাৎ, অহংকারী মনোভাবের হলেও শয়তানের কাতারে নন রোনালদো।

হ্যাঁ, এমনটিই দাবি করেছেন বার্সেলোনার সুপরিচিত মঠবাসিনী (সন্নাসিনী) সিস্টার লুসিয়া ক্যারাম। তিনি একজন নিবেদিতপ্রাণ বার্সা সাপোর্টারও বটে।

লুসিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসির ওপর যে ইশ্বরের ছায়া রয়েছে, আমার কাছে তার একটি প্রমাণও রয়েছে। সে যখন মাঠে খেলে তখন তার ধার্মিকতা ও সৌন্দর্য ফুটে উঠে। প্রতিটি গোল উদযাপনেই সে ঈশ্বরকে স্মরণ করে। আর্জেন্টাইন হলেও মেসি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে স্পেনে বসবাস করছে। ’

তিনি আরো বলেন, ‘আমি মেসিকে সরাসরি ঈশ্বর বলে দাবি করছি না। তার প্রতি ঈশ্বরের ছায়া রয়েছে। সে ঈশ্বরের প্রতিফলন। মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে রোনালদোর মধ্যে অহংকারসুলভ ‍আচরণ থাকলেও, তাকে আমি শয়তান হিসেবে আখ্যায়িত করছি না। ভালো ফুটবলার হলেও মেসি তার চেয়ে এগিয়ে থাকবে। ’

রোনালদোর সঙ্গে মেসির তুলনা প্রসঙ্গে লুসিয়া বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। নিরপেক্ষতা থেকেই আমি এই দাবি করেছি। আমার মতে রোনালদো একজন ভালো ফুটবলার। কিন্তু, তার প্রতি ঈশ্বরের ছায়া রয়েছে এমন সাদৃশ্য নেই। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।