ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জয় খরা কাটালো মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
জয় খরা কাটালো মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি আ’ তে টানা পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল এসি মিলান। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পারমার বিপক্ষে তারা ৩-১ গোলের জয় তুলে নেয়।

ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি মেনেজের নৈপুণ্যে জয় খরা কাটায় মিলান।

সান সিরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দর্শকদের আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক মিলান। ১৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে মেনেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। কিন্তু, সাত মিনিট পরেই অ্যান্তোনিও নোচেরিনোর গোলে সমতায় ফেরে পারমা। ১-১ গোলেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দু’দলই সমানতালে লড়তে থাকে। স্বাগতিকদের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল পারমার সামনে। কিন্তু, স্ট্রাইকারদের ব্যর্থতায় তা ভেস্তে যায়। কিন্তু, মিলান ঠিকই সুযোগ কাজে লাগিয়েছে। এবারো স্বাগতিকদের ত্রাতা মেনেজ। ৫৭ মিনিটে তার দেওয়া দ্বিতীয় গোলেই ২-১ এ পিছিয়ে পড়ে পারমা।

ম্যাচের ৭৬ মিনিটের সময় ইতালিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাকার্দোর গোলে ব্যবধান বাড়ায় মিলান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পারমা। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিপ্পো ইনজাগির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।